বেনাপোলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামের এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ধর্ষক বেনাপোল ভবারবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।
ধর্ষিতার বাবা জানান, আমার মেয়ে বেনাপোল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সংগ্রাম আমার মেয়েকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিন জনকে আসামী করে শনিবারে পোর্ট থানায় মামলা করি। মামলার পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার বাবা বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। মামলার প্রধান আসামী সংগ্রামকে আটক করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply