বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (০৫ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন নটাদিঘা গ্রামের রেজাউল ইসলামের ছেলে কামরুজ্জামান (২৪), পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে মনির মোল্লা (৩০), ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃতঃ সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৭), নামাজগ্রাম (বাওড়কান্দা) গ্রামের মৃতঃ আবুল হোসেনের ছাইরুদ্দিন (৩৩), কাগজপুকুর গ্রামের মৃতঃ মহাসীনুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪০), ভবেরবেড় (পূর্বপাড়া) গ্রামের রবিউল হোসেনের ছেলে সেন্টু মিয়া (২৮), বড়আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে হাদিস সরদার (২০), সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে ইন্তাজুর (৩৫), কাগজপুকুর (দক্ষিণপাড়া) গ্রামের অজিয়ার রহমান গাজীর ছেলে শরিফুল ইসলাম (৪৩), ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃতঃ আবু তাহেরের ছেলে টুটুল শেখ (৩৫)।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে
এ জাতীয় আরো খবর..
Leave a Reply