যশোরের বেনাপোলে বাঁশ বাগানের ভিতরে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের বাঁশ বাগানের ভিতরে ময়লা স্তুপ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিত্যক্ত এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পুলিশের হেফাজতে আছে।
Leave a Reply