যশোরের বেনাপোল থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার সরবানহুদা গ্রামের আব্দুর রহমানের বাড়ির ছাদ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস এর নেতৃত্বে এএসআই শরিফুল, এএসআই শাহিন ফরহাদ ও এএসআই রবিউল গোপন সংবাদের ভিত্তিতে সরবানহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর সরবানহুদা গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply