বেনাপোল থেকে মো. বাবু (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ৷ বাবু তালসারি গ্রামের মৃত বাকের আলী ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন তালসারি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে৷
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন ও এএসআই শাহিন ফরহাদের দক্ষতায় আসামিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি বাবুকে গ্রেফতার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন৷
Leave a Reply