যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪ হাজার ৬ শত আমেরিকান ডলার সহ অশোক বিশ্বাস (৫৯) নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় তাকে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আটক করা হয়। আটককৃত পাচারকারী ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে।
জানা যায়, তার পাসপোর্ট নং z- ৫১১২৩৩০, সে বিজনেস ভিসা নিয়ে প্রায়ই বাংলাদেশে আসা-যাওয়ার ফাঁকে বৈদেশিক মুদ্রা পাচার করত।
বিস্তারিত জানতে চাইলে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪ হাজার ৬শত আমেরিকান ডলার, ৬শত ৫o ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশী টাকাসহ ভারতীয় নাগরিক অশোক বিশ্বাসকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply