বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৩ কেজি ৮ গ্রাম গাঁজাসহ মমতাজ বেগম (৫৫) ও মুজিবর সরদার (৫৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
আটক মমতাজ বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী ও মুজিবর ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে।
আমড়াখালী চেকপোস্টের ইনচার্জ হাবিলদার আশেক আলী আটকের সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply