যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ রাসেল হোসেন (২৫) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামস্থ সবুরের বাড়ীর সামনে থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মাদক বহনকারী রাসেল বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মহাসিন হোসেন এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটক আসামীসহ মাদকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply