বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ মুকুল (২৫) ও আনোয়ার হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে এই ফেনসিডিলসহ আটক করা হয়।
আটক মুকুল বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ও আনোয়ার পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারপোতা মাঠের মধ্য থেকে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার ঘটনায় বিষয়ে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply