সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মুজিববর্ষ উদ্যাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের, শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
সভায় মুজিববর্ষ উদ্যাপনে জেলা প্রশাসনের সচিত্র পরিকল্পনা তুলে ধরা হয়। পরিকল্পনাটি দেখে সাংসদসহ অন্যান্যরা সন্তোষ প্রকাশ করেন। সভায় মুজিববর্ষ উদ্যাপনে শহরের সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত গ্রহণ ও একাধিক উপকমিটি গঠন করা হয়।
Leave a Reply