সাতক্ষীরা সদর উপজেলার ৫টি ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গুড কজ ক্যাম্পেইন (জিসিসি) প্রকল্পের আওতায় রবিবার সকালে সদর উপজেলার কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি, গণস্বাক্ষর, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার কুশখালী ইউনিয়নে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের শিউলি সোস্যালাইজেশন সেন্টারের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, সহকারি শিক্ষক মো. মোখলেছুর রহমান, মিজানুর রহমান, ইয়ুথ ভলান্টিয়ার মোছা. মেহেরুন্নেছা রিনা, ভলান্টিয়ার শিক্ষক মোছা. সুমাইয়া ইয়াসমিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের মোট ১শত ২০ শিক্ষার্থী চেয়ার সিটিং, মোরগ লড়াই, বালিশ ছোঁড়া, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী শিশুদেরকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
Leave a Reply