ভগ্ন অর্থনীতি এখন ভালো অবস্থায়: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭
পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজ দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভগ্ন অর্থনীতিকে একটা ভালো অবস্থায় নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। গত ছয় মাসে জিনিসপত্রের দাম কমেছে, মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশজুড়ে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। একটি মসজিদ করতে ১৫-১৬ কোটি টাকা খরচ করেছে। কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো ৩ কোটি টাকায় করতে পারত। চুরির একটা উৎসব চলেছে।

প্রেস সচিব বলেন, সরকার দ্রুত সময় পাসপোর্ট দিতে বদ্ধপরিকর। জমিজমা ক্রয়-বিক্রয় জটিলতার কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এটা নিরসনে কাজ করছে সরকার।

তিনি বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

শফিকুল আলম বলেন, অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় একটা অংশ দিয়ে বৈদেশিক ঋণ পরিশোধে করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT