ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েও দাদাগিরি করবেন সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩৪৫
সৌরভ গাঙ্গুলি

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রায় এক দশক ধরে  প্রচার হচ্ছে নন-ফিকশন শো ‘দাদাগিরি’। এটি সঞ্চালনা করেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের থিমে তৈরি শো’টি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। এর পুরো কৃতিত্ব দাদার।

সবেশেষ খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন সৌরভ। সোমবারই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। আগামী ২৩ অক্টোবর বোর্ডের কার্যভার গ্রহণ করবেন তিনি। স্বভাবতই তাকে অনেক দায়িত্ব ছাড়তে হচ্ছে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব ছাড়ছেন সৌরভ। ধারাভাষ্য ও কলাম লেখা থেকে বিরতি নিচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদেও ইস্তফা দিচ্ছেন।

স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, ‘দাদাগিরি’তে তাকে আর দেখা যাবে তো? এরই মধ্যে উত্তরও মিলেছে। টেলিভিশন শো’টিতে নিয়মিতই দেখা যাবে বাংলার মহারাজকে।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন সৌরভ। তাতে জানান, ‘দাদাগিরি’ ছাড়ছেন না তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনার কাজ চালিয়ে যাবেন।

দাদার প্রতি আরও প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা-‘দাদাগিরির’র স্ক্রিপ্ট কে লেখেন? জবাবে সৌরভের বুদ্ধিদীপ্ত উত্তর,ঈশ্বর লেখেন। মূলত উপস্থাপনার পাশাপাশি নিজেই পুরো অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখেন নয়া বোর্ড প্রেসিডেন্ট। অর্থাৎ সঞ্চালকের ভূমিকার পাশাপাশি স্ক্রিপ্ট রাইটারের কাজও করেন তিনি।

২০০৯ সালের ১২ অক্টোবর টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র প্রচার শুরু হয়। সময়ের ব্যবধানে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। দর্শকদের সরাসরি অংশগ্রহণে প্রতিটি পর্ব তৈরি হয়। এখন চলছে এর অষ্টম মৌসুম। শো’টি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT