অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে জিতে গতবার আলো ছড়িয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের প্রমাণ করেছিল। এবার অবশ্য বিদায় নিতে হলো আগেভাগে। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের। শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। তাদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না আল আমিন-মিরাদদের। সেই ম্যাচে বাংলাদেশ উড়ে গেছে ৪-০ গোলে।
বৃহস্পতিবার আগের ম্যাচে নেপাল ৫-০ গোলে ভুটানকে হারিয়ে পরের ধাপে যেতে নিজেদের কাজটি সেরে রেখেছিল। বাংলাদেশের তাই ভারতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। শুধু জিতলেই হতো না। গোল ব্যবধানও বাড়িয়ে নিতে হতো এই ম্যাচটায়। কিন্তু লাল-সবুজ দল অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের কাছে।
এখন চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে ভারত। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। ৩১ আগস্ট ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সমান ম্যাচে দুই খেলায় হার ও জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়ে এই প্রতিযোগিতায় হলো তৃতীয়।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক খেললেও কোনও গোল করতে পারেনি। স্বাগতিকরা অবশ্য সুযোগ পেয়ে তাদের মতো ব্যর্থতার মিছিলে যোগ দেয়নি। মূলত তাদের চারটি গোলই হয়েছে সেটপিস থেকে। ২৯, ৭৪, ৭৮ ও ৮৯ মিনিটে গোল চারটি খেতে হয়েছে মোস্তফা আনোয়ার পারভেজের দলকে। হ্যাটট্রিক করেছেন ভারতের হিমাংশু জাংরা। তাতে হারের সঙ্গে বিদায়ও নিশ্চিত হয়েছে অনূর্ধ্ব-১৫ দলের।
Leave a Reply