টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বিদায় নিচ্ছেন। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কোচ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ১৩ মে থেকে ২৭ মে সোমবার পর্যন্ত ছিল কোচের আবেদন করার সময়। একটি পদের জন্য আবেদন জমা পড়েছে তিন হাজারেরও বেশি! আবেদনকারীর মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি!
অবাক করার মতো ব্যাপার, তবে বুঝতে কষ্ট হয় না যে এসব আবেদনের সবই ভুয়া। প্রধান কোচ হওয়ার আগ্রহীর তালিকায় নাম এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। বিসিসিআই তাদের ওয়েবসাইটের গুগল ফর্মে আবেদন চেয়েছিল, যা ছিল সবার জন্য উন্মুক্ত। এই সুযোগ নিয়েই বিখ্যাত সব নামে ভুয়া আবেদন করেছে অনেকে।
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘গত বছরও বিসিসিআই এমন কিছু আবেদন পেয়েছিল, যেগুলো এসেছে ভুয়া আবেদনকারীর কাছ থেকে। এবারও একই ব্যাপার। গুগল ফর্মে আবেদন চাওয়ার কারণ, সহজেই একটি পাতায় আবেদনকারীর নাম দেখা যায়।’
নতুন প্রধান কোচের চুক্তির মেয়াদ হবে সাড়ে তিন বছরের, আগামী ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এরই মধ্যে শোনা গেছে, দুই অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার প্রস্তাব পেলেও অনীহা দেখিয়েছেন। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। তার হাত ধরে ১০ বছর পর আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স।
Leave a Reply