গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন বাংলাদেশের বোলিং তোপে ভারতের রান আউট নিয়ে কনডমের বিজ্ঞাপন প্রচার করছে একটি কনডম প্রস্তুতকারক কম্পানি। যা নিয়ে সোশ্যাল সাইটে আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে উদ্ভট রান আউটের ঘটনা ঘটেছিল। একপ্রান্তে দৌঁড় দিয়েছিলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান। সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বেঙ্গ করেছিল ভারতীয় সমর্থকগোষ্ঠী ও সে দেশের মানুষ। ফাইনালে বাংলাদেশের বোলিং তোপে অসহায় ভারতীয় দুই ব্যাটসম্যানও একই কাণ্ড করে সোশ্যাল সাইটে আলোচনার জন্ম দেন।
ভারতীয় দলের ইনিংসের ৪৩ তম ওভারে এ ঘটনা ঘটে। রকিবুল হাসানের বল ঠেলে দিয়েই রান নিতে ছোটেন ধ্রুব। অপর প্রান্তে থাকা অথর্ব আনকোলেকার বুঝতে পারেন যে রান নেওয়া সম্ভব না। তিনি ধ্রুবকে বারণ করেন আসতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুজনেই চলে এসেছেন একপ্রান্তে।
মজার ব্যাপার হলো, তাদের ক্রিজে ফেরা এতটাই ক্লোজ ছিল যে, কাকে আউট ঘোষণা করা হবে সেটা জানতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে হয়। রিপ্লে দেখে ২২ রান করা ধ্রুবকে আউট ঘোষণা করেন আম্পায়ার।
Leave a Reply