দেশের ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ নাগরিক নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
কাজী আশিকুজ্জামান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোট ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। এরপর ২০২০ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন ভোটার হয়েছেন। এর মধ্যে ২৯ লাখ ৯ হাজার ৫৬১ পুরুষ, ২৬ লাখ ৬৯ হাজার ১০৯ নারী এবং ৩৬০ জন তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন।
তিনি বলেন, নতুন তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ ও নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৭৮ শতাংশ।
নির্বাচন কমিশন প্রায় ১ বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ মার্চ সারা দেশে উপজেলাগুলোতে ভোটার তালিকা প্রকাশ করেছে।
Leave a Reply