সাতক্ষীরার ভোমরায় রোকেয়া খাতুন ডায়াবেটিক সেন্টার ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’র আয়োজনে এবং রোকেয়া খাতুন ডায়াবেটিক সেন্টার ও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আফসার আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সরকার সর্কতার সহিত করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমরা সকলে সচেতন হয়ে সতর্ককা অবলম্বন করি তাহলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। সাবান অথবা হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুতে হবে এবং জনসমক্ষে হাছি-কাঁশি দেওয়া যাবেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন.র চেয়ারম্যান সামস্ ইসতিয়াক শোভন, ডা. শাহিনা আফরোজ সোমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. আবু ইশরাত জনি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শাহানুর ইসলাম শাহিন, ইউপি সদস্য গণি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু ছালেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা লোকমান হাকিম।
Leave a Reply