সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আনন্দ মিছিল হয়েছে বন্দরে। বুধবার ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মিছিল হয়।
মিছিল শেষে সমাবেশ বক্তব্য দেন- ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ছাড়া অন্যান্য সব পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply