মসজিদ ও মাঠে সোলার প্যানেল বিতরণ

মাহফিজুল ইসলাম আক্কাজ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩২৬
সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব কমিটির হাতে সৌর বিদ্যুতের সোলার প্যানেল তুলে দিচ্ছেন পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান

‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার আহলে হাদিছ জামে মসজিদে ও সুলতানপুর ক্লাব মাঠে সৌর বিদ্যুতের দু’টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এ সোলার প্যানেল দুটি মসজিদ পরিচালনা কমিটির হাতে এবং সুলতানপুর ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।

সৌর বিদ্যুতের সোলার প্যানেল গ্রহণকালে মসজিদ কমিটি ও ক্লাব কর্তৃপক্ষ বলেন, সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান তার ঐকান্তিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ০৪ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছে। সুলতানপুর ক্লাব মাঠে অনেক সময় রাতে জানাযা নামাজ হয় সেকারণে সুলতানপুর ক্লাব মাঠে সৌর বিদ্যুতের ব্যবহার হলে অনেক মানুষ উপকৃত হবে। পৌরসভার ০৪ নং ওয়ার্ডে দীর্ঘ বিশ বছর পর তার সময়ে রাস্তাঘাট, ড্রেণ কালভার্ট সমজিদ ও ঈদগাহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রচেষ্টায় উন্নয়ন হয়েছে। সে তার ভাল ব্যবহার ও কাজের মাধ্যমে তার ওয়ার্ডসহ পৌরবাসীর মন জয় করে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আমরা দোয়া করি সে যেন আরও বড় হয়।’

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, কাজী বিল্লাল হোসেন, শাহাজান কবির সাজু, আব্দুর রহিম বাবু, শেখ আলাউদ্দিনসহ মসজিদ কমিটি, ক্লাব কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যযমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT