পশ্চিম সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের পাশ-পারমিট প্রদানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে-বাওলীরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনী, কদমতলা, কৈখালি ও কোবাদক ফরেষ্ট ষ্টেশনের সামনে একযোগে উক্ত মানববন্ধনে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালীনীর জেলে হানিফ গাজী, আবু হাসান, আব্দুস সাত্তার, গাবুরার জেলে রফিকুল গাজী, হামিদ গাজী প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বন-বিভাগ পশ্চিম সুন্দরবনে জুলাই-আগস্ট মাস পর্যন্ত জেলে বাওলীদের মাছ ও কাঁকড়া আহরণের পাশ-পারমিট বন্ধ করে দেয়ায় জেলে পরিবারগুলোর মধ্যে এখন অভাব ও দুর্দশা নেমে এসেছে। এ অবস্থাায় সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের দ্রুত সুন্দরবন প্রবেশের পাশ-পারমিট প্রদান করতে হবে। না হলে আমরা না খেয়ে মরবো।
জেলে-বাওয়ালীরা অভিযোগ করে বলেন, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের পাশ-পারমিট দেওয়া বন্ধ থাকা অবস্থায় মৎস্য বিভাগ থেকে আমাদের ৪৭ কেজি করে চাল প্রদান করা হলেও বনবিভাগ থেকে এখনও পর্যন্ত কোনো সহযোগিতা দেয়া হয়নি।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন তাদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন, পাশ পারমিট বন্ধ থাকায় সুন্দরবনের উপর নির্ভরশীল হাজার হাজার জেলে পরিবারে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে।
বুড়িগোয়ালীনী স্টেশন কর্মর্কতা আক্তারুজ্জামান এ সময় জেলেদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাস দেওযার জন্য বন-বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে। আপনাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরা হবে।
Leave a Reply