মালদ্বীপের রাজধানী মালে’তে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) মালের ন্যাশনাল ইউনির্ভাসিটি অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স সোহেল পারভেজ ।
পবিত্র কোরআন তোলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে, দূতালয়ের প্রশাসনিক অফিসার আব্দুস সালাম ও হাইকমিশনারের পারর্সোনাল অফিসার মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বানী পাঠ করেন।
হাইকমিশনারের সহকারী মো. ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চার্জ দ্যা অ্যাফেয়ার্স সোহেল পারভেজ বলেন, প্রবাসী বাংলাদেশিদেরকে ভাষা আন্দোলন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার চর্চা ও বাঙালি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আই-কেয়ার হসপিটালের কন্সালটেন্ট ডাক্তার মোক্তার আলী লস্কর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি মো. ফয়েজুর রহমান, এনবিএল মালদ্বীপ শাখার প্রাক্তন ম্যানেজার মো. কাসেদ, বিশিষ্ট ব্যাবয়সায়ী মোহাম্মদ হোসেন, মো. হাদিউল , মো. আলিম দূরানী, নীল দরিয়া শিল্পীগোষ্ঠী উপদেষ্ঠা মো. আব্দুর রহমান প্রমুখ, চ্যানেল ৭১ বাংলার প্রতিনিধি এমরান তালুকদার, জয়যাত্রা টিভির প্রতিনিধি মহিনুর রহমানসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।
মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি দূতাবাসে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন প্রধান অতিথি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সোহেল পারভেজ ।
উল্লেখ গত ১৫ই ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশী শিশু কিশোরদের জন্য এক চিত্রাঙ্কন এবং কবিতা আবৃতি প্রতিযোগিতা-এর আয়োজন করে।
উক্ত প্রতিযোগিতায় উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে দূতাবাসের অফিসার, স্টাফ এবং স্থানীয় নীল-দরিয়া শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকলের অংশগ্রহণে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply