অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ক্রিকেট থেকে এখনো অবসর নেননি এ ক্রিকেটার। সুযোগ পেলে ভবিষ্যতেও জাতীয় দলে খেলার আশাও ব্যক্ত করেছেন মাশরাফি। তবে মাশরাফিকে দলে নেওয়ার ব্যাপারে সরব নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মাশরাফি ভবিষ্যতে দলে জায়গা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে এ দেশের ক্রিকেট সমর্থকদের মনে। মাশরাফি সুযোগ পাবেন কিনা এ প্রশ্ন শুনতে হলো বোর্ড সভাপতিকেও। মাশরাফির দলের অন্তর্ভুক্তির ব্যাপারে পাপন জানান, ‘এগুলো আমাদের পক্ষে বলা কঠিন। মাশরাফিকে আর এসবের মধ্যে টানাই উচিত না। ২০১৪ সালে যখন তাকে অধিনায়ক করা হয়, একটা বিশেষ কারণেই করা হয়। সে স্কোয়াডে ছিল না, ইনজুরির কারণে খেলার বাইরে ছিল। তার উপর দায়িত্ব ছিল; আমাদেরও আস্থা ছিল, বিশ্বাস ছিল।’
তবে ভবিষ্যতে দলে আসতে হলে মাশরাফিকে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করেই আসতে হবে সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘সে অসাধারণ কাজ করেছে। এখনো জিজ্ঞেস করলে বলব ওকে ছাড়া কোনোভাবেই সম্ভব হত না। কিন্তু প্রত্যেক খেলোয়াড়েরই সময় থাকে। ফর্ম থাকে। বয়সের ব্যাপার আছে, অবসরের ব্যাপার আছে। ও খেলার মাঝে থাকতে চায়, এটাকে স্বাগতম জানাই। কিন্তু ওকে অন্যান্য খেলোয়াড়দের মত প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে।’
অন্যদিকে মানুষটা মাশরাফি বলেই এ বয়সে নিজেকে প্রমাণ করে আবারও সে দলে আসলে অবাক হবেন না বলে জানিয়েছেন পাপন। বোর্ড সভাপতি বলেন, ‘ও অসম্ভব জেদি। পিছনে হটার লোক না। সেরা বোলার হিসেবে ও দলে ঢুকলে অবাক হব না।’
Leave a Reply