ভূমিদস্যু ও মাদক সিন্ডিকেটের করা মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন করেছেন এক আইনজীবী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আছাদুল ইসলামের ছেলে এ্যাড.কাজী আবু ছাইদ সোহেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী আবু ছাইদ সোহেল বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের সাহাদাত কারিগরের ছেলে মৎস্য ব্যবসায়ী ফারুক কারিগর ও সেমত কারিগর আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেয়। কিন্তু সে টাকা সময়মত পরিশোধ না করেনি। তাই আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। এবং আমার মা কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে (যাহার ডায়েরী নং ৫৫৭)।
তিনি আরো বলেন, পরবর্তীতে গত (৫ সেপ্টেম্বর) ফারুক ও মোকছেদ আমার টাকা ফেরত দিবে বলে বাড়ীর পাশে সিডস্টোর মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে ফারুক ও সাহাদাতের ইশারায় মোকছেদ কারিগর, শরিফুল কারিগর, আরিফুল কারিগর, মনোয়ারা খাতুন, মুক্তা পারভীন, মিন্টু কারিগর ও লিপি খাতুনসহ আরও অনেকে আমার উপর আচমকা হামলা চালায়।
পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। কিন্তু আমি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সাহদাত মোড়লের ছোট ভাই মোকছেদ কারিগরের স্ত্রী মঞ্জুরা বেগম বাদি হয়ে কালিগঞ্জ থানায় আমার নামে চাঁদাবাজির মামলা করে। পরে আমার নামে আরও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।
‘উক্ত ঘটনাকে কেন্দ্র করে সোহেলের বিরুদ্ধে যে চাঁদাবাজি মামলা করা হয়েছে সেটি মিথ্যা তার প্রতিবেদন প্রদান করেছে স্থানীয় ১২ নং মৌতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলিল’ যোগ করেন এ্যাড.কাজী আবু ছাইদ সোহেল।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত কারিগর বলেন, সোহেল আমাদে পৈত্রিক সম্পত্তি দখল করতে এসেছিল। এসময় আমার ছোট ভাই মোকছেদ মোড়লের মাথায় আঘাত করে সোহেল। সেই আঘাতে আমার ছোট ভাইয়ের মাথায় বড় ধরনের ক্ষত হয়। তবে চাঁদাবাজি মামলার বিষয়টি তিনি এড়িয়ে যান।
মৌতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলিল বলেন, সোহেল চাঁদাবাজ নয়। তবে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয় শাহাদাৎ মোড়লদের সাথে সোহেলের। তারই প্রেক্ষিতে থানায় একটি মিথ্যা মামলা হয়েছে বলে তিনি জানান।
এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সোহেল সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে ।
Leave a Reply