বাংলাদেশের ইনিংসের শেষটা রাঙিয়ে দিলেন সৌম্য সরকার। আজ তাঁর ব্যাটিং দেখে সেই পুরোনো সৌম্যের কথা মনে পড়ল। সেই পুরোনো আত্নবিশ্বাস, অনায়াসে বলকে মাঠের বাইরে পাঠানো, বোলারদের মনে ভয় ঢুকিয়ে দেয়া সৌম্য। সৌম্যের ৩২ বলে ৬২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছে ঠিক ২০০ রানের সংগ্রহ। এই ইনিংসে সৌম্য ছক্কা মেরেছেন ৬ টি, চার ৫টি।
টসে হেরে ব্যাট করতে নামা টাইগারদের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন লিটন দাস ও তামিম ইকবার। দশ ওভারেই তারা স্কোরবোর্ডে যোগ করেন ৯২ রান। তামিম ফেরেন ৩৩ বলে ৪১ করে, লিটনও কিছুক্ষণ পর ৩৯ বলে ৫৯ রান করে সাজঘরের পথ ধরেন। ভয় বাড়িয়ে দিয়ে ক্যাচ দেন মুশফিক। বাংলাদেশ তখন হঠাৎ তিন উইকেট হারিয়ে কাঁপছে। সেখান থেকে দলের হাল ধরেন সৌম্য ও মাহমুদুল্লাহ।
Leave a Reply