মিয়ানমারে অস্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার এ প্রস্তাবটি পাস হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। এছাড়া রোহিঙ্গাদের নাগরিকত্ব ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইইউ।
এদিকে ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের ওপর ‘বিশ্বব্যাপী ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় সংসদ (ইপি)।
মিয়ানমারের সকল অস্ত্র, যুদ্ধোপকরণ এবং অন্যান্য সামরিক ও নিরাপত্তা সরঞ্জামের প্রত্যক্ষ ও পরোক্ষ সরবরাহ, বিক্রয় বা স্থানান্তরে স্থগিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা প্রশিক্ষণ বা অন্যান্য সামরিক সহায়তার না করার বিষয়েও আহ্বান জানায় ইপি।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুর ওপর এক আলোচনায় অন্তত ১২ জন পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন। এ সময় তারা মিয়ানমার সরকারের তীব্র নিন্দা জানান। পার্লামেন্ট সদস্যরা রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাড়িঘর পুনর্নির্মাণ, ভূমি অধিকার ফিরিয়ে দেয়া জরুরি বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে মিয়ানমার।
Leave a Reply