স্বাধীনতা যুদ্ধে নয় মাসে যারা মনোবল হারায়নি, করোনা ভাইরাস তাদের কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলার তার নিজ বাড়িতে ফজলে রাব্বী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, যে মাস্কের দাম পাঁচ থেকে সাত টাকা, সেখানে ব্যবসায়ীরা ২০০ টাকা কী করে নিচ্ছে তা আমার বোধগম্য নয়। এতে ব্যবসায়ীরা আমার ওপর কিছুটা মন খারাপ করতে পারেন, আমি এতে কিছু মনে করি না।
করোনা ভাইরাস সম্পর্কে ফজলে রাব্বী মিয়া বলেন, সরকার করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে ফেস করার মতো ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের তত্ত্বাবধানে ঢাকা থেকে আসা ৩১ জন চিকিৎসক দিনব্যাপী জেলার নারী-শিশুসহ সহস্রাধিক হতদরিদ্র ও গরিব মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে।
Leave a Reply