শেষ পর্যন্ত স্থগিত হয়েছে মুজিববর্ষ উপলক্ষে এশিয়া-বিশ্ব একাদশের দুটি টি-টুয়েন্টি ম্যাচ। আজ (বুধবার, ১১ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের সামনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। করোনা ভাইরাসের কারণে আতঙ্ক তৈরি হওয়ায় ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন বিসিবি সভাপতি। সভা শেষে সিদ্ধান্ত গৃহীত হলেও একদিন পর সাংবাদিকদের তা জানান পাপন। একই কারণে সরকার কর্তৃক ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত হয়।
সূচি অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৮ মার্চ কনসার্ট ও ২১-২২ মার্চ দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, ক্রিস গেইল, জনি বেয়ারস্টোর মতো তারকারা এ দুটি ম্যাচ খেলতে রাজি ছিলেন। তবে করোনায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিশেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচ। করোনা আতঙ্কের কারণে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের খেলাও স্থগিত হয়েছে জুন পর্যন্ত।
Leave a Reply