সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, মুজিববর্ষে সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি সদর হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে সাতক্ষীরার মানুষদের উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করে ডাক্তার সংকট নিরসণ করেছি। আমি সাতক্ষীরার মানুষদের অত্যন্ত ভালবাসি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি একটি সুন্দর সাতক্ষীরা গড়তে চাই। আমার সব সময়ের ধ্যান জ্ঞান উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরার মানুষদেরকে সুখে শান্তিতে ভাল রাখা।
জেলা সদর হাসপাতাল তত্বাবধায়ক’র কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বিভিন্ন বিভাগের কার্যক্রম উপাস্থাপন, মুজিববর্ষ উপলক্ষে কর্মসূচি গ্রহণ, করোনা ভাইরাস সম্পর্কিত আলোচনা, এম্বুলেন্স, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও অবৈধ অনুপ্রবেশকারী প্রসঙ্গে, সিসি ক্যামেরা, ইনভয়েস সিস্টেম, অটোমেশিন সম্পর্কিত আলোচনা, লাশঘর সম্পর্কিত আলোচনা, ড্রেণেজ ব্যবস্থা সংস্কার সম্পর্কে আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply