সরকারিভাবে মুজিববর্ষ পালনের লক্ষে ভারত থেকে দুটি ট্রাকে করে প্রায় ৭ মেট্রিক টন বাজি বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এরপরে রাতেই বেনাপোল বন্দর থেকে বাংলাদেশি দুটি ট্রাক এসব বাজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
পণ্য ছাড়কারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট সারতি এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, সরকারিভাবে মুজিববর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লি.।
ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লি.। রাতেই জরুরিভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে পুলিশি নিরাপত্তায় বাজি বহনকারী দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply