২৭ রানে তিন উইকেট হারিয়ে কোনঠাসা আবাহনী। প্রবল চাপে মাঠে নামা মুশফিক শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের অভিজ্ঞতার কথা, ‘সব সময় এই চাপ আমি উপভোগ করি। এসব উপভোগ করলে খেলোয়াড় হিসেবে আরও দুই ধাপ এগিয়ে দেবে। আমি সব সময় এটা উপভোগ করি। শুধু আবাহনীতেই নয় ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচে আমার অবদান যেন বেশি থাকে এটাই মাথায় থাকে।’
লিগের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দারুণ শুরু করা মুশফিক সামনের ম্যাচগুলোতেও এটা ধরে রাখতে চান, ‘গত বছর তো খেলিনি, দুই বছর পর সেঞ্চুরি পেলাম। শুরুটা ভালো হওয়ায় ভালো লাগছে। সেঞ্চুরি আসলে মাথায় ছিল না। প্রথম ম্যাচ বলে সবাই একটু নার্ভাস ছিল। যতই ছোট দল বা বড় দল হোক, আবাহনী জেতার জন্যই খেলে। দিন শেষে দল জিতেছে এটাই আনন্দের। আশা করি সামনেও ধারাবাহিকতা থাকবে।’
৮১ রানে ম্যাচ জিতেও কিছুটা অসুন্তষ্টি আছে মুশফিকের, ‘জিতলে সব কিছু ঠিক হয় তা কিন্তু নয়। আমাদের এটা প্রথম ম্যাচ ছিল, সামনে আরও অনেক বড় বড় ম্যাচ আছে। ওইসব ম্যাচের আগে সব ঠিক করতে হবে।’
Leave a Reply