সাতক্ষীরা পৌরসভার উত্তর মেহেদীবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।
এসময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস রাবেয়া পারভীন।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে এবাদত দোকানদারের বাড়ি হতে কামরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৩২৮ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারি মো. আব্দুল মোতালেব, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সিরাজুল ইসলাম, মো. মতিয়ার রহমান, শেখ কামরুল হাসান, মো. নূর ইসলাম সরদার, আনারুল ইসলাম, আমির হাসান, স্বপন হালদার, শারমিন সুলতানা সাথীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
Leave a Reply