শিরোনাম :
দেবহাটায় প্রথম ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদ্রাসা শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল : রিজভী আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিত : ইজ্জত উল্লাহ চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী লাল্টু গ্রেপ্তার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল! দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস পালিত উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে

যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরকে ভারতে স্থায়ী করা হবে-মোদী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ১৮৫

‘নতুন ভারত’- এ দুর্নীতি, স্বজনপোষণ, জনগণের অর্থ লুঠ, সন্ত্রাসবাদকে কড়া হাতে দমন করা হচ্ছে, অস্থায়ী অংশকে (জম্মু-কাশ্মীর) স্থায়ী অংশে পরিণত করা হচ্ছে। প্যারিসে ‘ইউনেস্কো’-র সদর দফতরে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত এগোচ্ছে মোদীর জন্য নয়… এটা হয়েছে ভারতের জনগণের দেয়া সম্মতির স্টাম্পের ফলে, যা তারা ভোটের মাধ্যমে দিয়েছেন।’

মোদী বলেন, তার নতুন সরকার ক্ষমতায় এসেছে ৭৫ দিন আগে। এর মধ্যেই আপনারা দেখেছেন অনেক সাহসী সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদে রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। ১০০ দিনের মাইলফলক আসতে এখনো বাকি রয়েছে। খেয়াল করুন, ৫০-৭৫ দিন সাধারণত লেগে যায় পরিকল্পনা করতে এবং পারস্পরিক সম্বোধন ও অভিনন্দনমূল‌ক বার্তা বিনিময়ে। কিন্তু আপনারা দেখেছেন এই ক’দিনেই সরকারের সদিচ্ছা… এবং এই ভারত কাজ বোঝে।’

মোদীর কথায় এদিন উঠে এসেছে দেশটির সংবিধিনের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরে ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে দেওয়ার প্রসঙ্গও। তিনি বলেন, ‘কোনো অস্থায়ী কিছুর স্থান নেই ভারতে। ৭০ বছর লেগে গেল ‘অস্থায়ী’কে সরাতে। আমরা এগিয়ে চলেছি এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করব যত তাড়াতাড়ি সম্ভব।’

সোমবার পর্যন্ত তিন দেশের সফরের অংশ হিসেবে ফ্রান্সে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাবেন। মোদী যখন বিদেশ সফরে এমন কথা বলে বেড়াচ্ছেন, তখন দেশটির অর্থনীতিবিদরা রেকর্ড আর্থিক সঙ্কট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিগত ৭০ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে শোচনীয় অবস্থায় পৌঁছে মোদীর এই শাসনামলেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT