যশোর সদর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাগরিকা ঘোষ (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে নিহত নারী সাগরিকা ঘোষ যশোর শহরের মোল্যাপাড়া আমতলার আনন্দ ঘোষের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয় সাগরিকা ঘোষ। এরপর শনিবার বিকালে সে ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তার তাকে ডায়রিয়া ওয়ার্ডে স্থানান্তর করেন। পরে রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ জি.জি.এ কাদরী তার মৃত্যু নিশ্চিত করেন। সাগরিকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু হয়েছে বলে সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply