মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও অনেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সংগঠনটির লোগো সংবলিত স্টিকার ব্যবহার করছেন। এদের অনেকে নেতিবাচক কর্মকাণ্ডেও জড়াচ্ছেন। দীর্ঘ দিন ধরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। এগুলো ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। তাই সংগঠনটি এ নির্দেশ দিয়েছে।
Leave a Reply