বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশে পলায়ন ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুবলীগ প্রধান যেন কোনোভাবেই ভারতে পালাতে না পারেন তার জন্য সীমান্তে সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মহসিন খান বলেন, আমাদের ওপর ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে নির্দেশনা রয়েছে। নেপালের নাগরিকরা ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যেন বাংলাদেশ ছাড়তে না পারেন; তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ইমিগ্রেশনের এ কর্মকর্তা বলেন, আমাদের কাছে প্রতিদিন নতুন নামে তালিকা আসছে। এরই ধারাবাহিকতায় ওমর ফারুক ও নেপালের নাগরিকদের তালিকা এসেছে।
Leave a Reply