বাংলাদেশেও উপস্থিতি জানান দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভাইরাসটি শনাক্ত হওয়ার আড়াই মাস পর বাংলাদেশে দেখ দিল। এরই মধ্যে বিশ্বের আরও ১০২টি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে দুজন দেশের বাহিরে আক্রান্ত হয়েছেন। অন্যজন বাংলাদেশে ওই দুজনের সংস্পর্শে এসে আক্রান্ত হন। ওই দুজন ইতালি থেকে এসেছেন, তাদের শরীরে করেই বাংলাদেশে এলো করোনা।
রবিবার (৮ মার্চ) রাজধানী মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসময় আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।
তবে সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান আইইডিসিআর পরিচালক।
Leave a Reply