বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ৮১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৬২ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৬৫টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।
এখন পর্যন্ত নিশ্চিতভাবে যে ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ইতালিয়ান সেরি আ’র ক্লাব ফিওরেন্তিনা ও সাম্পদোরিয়াতেও করোনার ছোবল বেশি।
নিশ্চিতভাবে আক্রান্ত হওয়া ফুটবলাররা
ব্লেইস মাতুইদি (জুভেন্তাস)
ড্যানিয়েল রুগানি (জুভেন্তাস)
এলাকিম মাঙ্গালা (ভ্যালেন্সিয়া)
এজেকুয়েল গারায় (ভ্যালেন্সিয়া)
ইয়ানস হর্ন (হ্যানোভার ৯৬)
তিমো হুবার্স (হ্যানোভার ৯৬)
ক্যালাম হাডসন অডয় (চেলসি)
ওমর কলি (সাম্পদোরিয়া)
মানোলো গাবিয়াদিনি (সাম্পদোরিয়া)
আলবিন একদাল (সাম্পদোরিয়া)
আন্তোনিও লা গুমিনা (সাম্পদোরিয়া)
মর্টেন থর্সবি (সাম্পদোরিয়া)
ফাবিও দেপাওলি (সাম্পদোরিয়া)
বার্তোস বেরেজিন্সকি (সাম্পদোরিয়া)
দুসান ভ্লাহোভিচ (ফিওরেন্তিনা)
প্যাট্রিক কুত্রোনে (ফিওরেন্তিনা)
জার্মান পেৎজেলা (ফিওরেন্তিনা)
লুকা কিলিয়ান (পেডারবর্ন)
Leave a Reply