বহুতল ভবনের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর ইস্কাটনে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
একই দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ইস্কাটনের দিলু রোডের পাঁচতলা ওই ভবনের গ্যারাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Leave a Reply