রাজধানীসহ সারা দেশে র‍্যাবের ২১৮ টহল টিম মোতায়েন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭
রাজধানীসহ সারা দেশে র‍্যাবের ২১৮ টহল টিম মোতায়েন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে সংস্থাটি। সোমবার দিবাগত রাত থেকে কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র‌্যাবের পেট্রল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে।

সেই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি টহল, ঢাকার বাইরে ১৪৯টি টহলসহ সারা দেশে মোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো উদ্যোগ নিয়েছে সংস্থাটি- র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

ছিনতাইকারী বা ডাকাত অথবা চক্রান্তকারী বা উসকানিদাতা অথবা উগ্রবাদী বা নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

যেসব অপরাধ প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, সেসব অপরাধের সত্যতা যাচাই করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে অভিযান বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জেলা বা মেট্রোপলিট্রন এলাকা অথবা থানাভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে জানানোর জন্যে এই নাম্বারে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগের অনুরোধ করেছে র্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT