অবশেষে মাশরাফি অধ্যায়ের সমাপ্তি ঘটার অপেক্ষা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শেষবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তিনি। সাবেক হওয়ার অপেক্ষায় থাকা জাতীয় দলের এই অধিনায়কের আরও একটি পরিচয় রয়েছে। তিনি বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
একজন সাংসদ হলেও মাশরাফি এখনো লাল পাসপোর্ট নেননি। সরকারি গাড়ি-বাড়ির সুবিধাও তিনি ভোগ করছেন না। বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন মাশরাফি নিজেই। ‘ক্রিকেটের বাইরেও আমার একটি পরিচয় আছে। আমি বর্তমানে এমপি (সংসদ সদস্য)। কিন্তু এখনো আমি লাল পাসপোর্ট নেইনি। গাড়ি, বাড়ির সুবিধাও ভোগ করছি না। আমি ক্রিকেট খেলছি। ক্রিকেট আমার কাছে আগে। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি তা ক্রিকেটের জন্যই অর্জন করতে পেরেছি।’
শুক্রবার (৬ মার্চ) অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। আজ আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছেন তিনি। মাশরাফি বলেন, ‘আমি প্রফেশনালি এই সিদ্ধান্ত নিয়েছি। অধিনায়কের দায়িত্বটা সবসময় চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি দলকে সর্বোচ্চটা দেওয়ার। অধিনায়ক হিসেবে কালই (শুক্রবার) আমার শেষ ম্যাচ। আশা করি, সামনে যাকে অধিনায়ক করা হবে তাকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।’
Leave a Reply