লিগ্যাল এইডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে হতদরিদ্রের সহায়তা দেওয়া হবে: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২১০

লিগ্যাল এইডের মাধ্যমে তৃণমূল পর্যন্ত হতদরিদ্রের মামলায় সহায়তা দেওয়া হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে চলেছি। লিগ্যাল এইডের সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিতে আমরা উপজেলা পর্যায়ে সনসচেতনতায় সভা, সমাবেশ করছি।

শনিবার সকালে সাতক্ষীরার নলতায় “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ও লিগ্যাল এইড” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নলতা অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ সার্কেলের (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও লিগ্যাল এইড এর জেলা কর্মকর্তা ইয়াসমিন নাহার, সাতক্ষীরা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ এম. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।

এসময় প্রধান অতিথি আরও বলেন, আইনের চোখে সকলেই সমান, এখানে নেই কোনো ভেদাভেদ। লিগ্যাল এইডের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠির অসহায় ও হতদরিদ্রদের পাশে থাকার সুযোগ আছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সমন্ময়কারী মোঃ মনিরুজ্জামান। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নলতার হযরত খাঁনবাহাদুর আহছানউল­াহ (রঃ) এর কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT