ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। মূলত দেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেই এ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন অজি পেসার।
আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেই সিরিজে খেলতে মুখিয়ে আছেন ওয়ার্নার।
গত বছরের অক্টোবরে ১ লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে ওয়ার্নারকে দলে ভেড়ায় সাউদার্ন ব্রেভ। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বিপুল এই অর্থ পাচ্ছেন না তিনি। তবে শুধু ওয়ার্নার নন, জানা গেছে আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সরে দাঁড়াতে পারেন টুর্নামেন্টটি থেকে।
এ দিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মরণঘাতী করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ওয়ার্নারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ১ হাজার ৩৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫৩৩ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৮৫টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে।
Leave a Reply