বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. হাসান (১৯) নামের এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক বহনকারী পুটখালী গ্রামের শামসুজ্জামানের ছেলে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোলের গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামে অভিযান পরিচালনায় মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা এই ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।
Leave a Reply