বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের জন্য আত্মহুতিদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা বদ্দীপাড়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক।
সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা সদর উপজেলার শাখার সভাপতি মাওলানা তরিকুল ইসলাম জিহাদী। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।
স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আল-মামুনের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় আকর্ষণ হিসেবে ইসলামিক নাটিকা ও কৌতুক উপস্থাপন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইমরান হোসাইন ও তাদের সদস্যবৃন্দ। এছাড়াও ইসলামী সঙ্গীত ও কাওয়ালী পরিবেশন করেন সাতক্ষীরার কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের জন্য আত্মহুতিদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
Leave a Reply