বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার গভীর রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকায় ডেভিল হান্ট অভিযানে ওই এলাকার শাহনেওয়াজ চৌধুরীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়া চক্রের রংপুর শাখার সভাপতি।
তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগেরও সদস্য। ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা চলমান রয়েছে।
ইসলামপুর থানা পুলিশ আরো জানায়, ইসলামপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশের সকল তথ্যাদি ইতোমধেই রংপুর পুলিশের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
Leave a Reply