শার্শায় পৃথক দুটি অভিযানে মাদক চোরাচালানকারী ও ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত শার্শা উপজেলার ভিন্নভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ৫ বোতল ফেন্সিডিল।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের শরবর আলীর ছেলে মনিরুল ইসলাম (৩০), শার্শা উপজেলার বাগআঁচড়া আমতলা গ্রামের ঝড়ু গাজীর ছেলে সৈয়েদ আলী ও বসতপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ফারুক বিশ্বাস (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোঁরা চাঁদ দাস ও এএসআই আবু সাঈদ সংজ্ঞীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে থেকে ৫বোতল ফেন্সিডিলসহ মনিরুলকে আটক করে।
বাগআঁচড়া আমতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে জিআর-৬৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী সৈয়েদ আলীকে আটক করে পুলিশ। পরে বসতপুর গ্রামে অভিযান চালিয়ে জিআর-৬৫/২৩ এর পরোয়ানাভুক্ত আরেক আসামী ফারুক বিশ্বাসকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে “সাতক্ষীরা প্রতিদিন”কে জানান, আটককৃত আসমীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply