যশোরের শার্শার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি নামক স্থানে আম বাগানের ভেতর থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানের একটি বন থেকে লাশটি পাওয়া যায়।
বিস্তারিত জানতে চাইলে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় এই ঘটনারর সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে।
তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করতে পারেনি।
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply