যশোরের শার্শার বাগআঁচড়ায় ট্রাকের চাপায় রাব্বি (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। শনিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে সাতক্ষীরা গামী একটি ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। নিহত রাব্বি শার্শার রাড়িপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে রাব্বি শার্শার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে দিয়ে নাভারন যাবার সময় সাতক্ষীরা গামী ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বাগআআঁচড়া পুলিশ তদন্ত ক্যাম্পের ইনচার্জ সুকদেব জানান, রাব্বি নিজের ব্যক্তিগত কাজে মোটর সাসাইকেলে নাভারন যাচ্ছিলো। যাবার পথে বাগআঁচড়া ময়ূরি সিনেমা হলের সামনে সাতক্ষীরা গামী ঢাকা মেট্রো (২০৯৫৮০) ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
Leave a Reply