শিক্ষার মন উন্নয়নে স্কুলে ফিডিং নীতিমালার আওতায় শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হল রুমে মিড ডে মিলের আয়োজন করা হয়েছে। উক্ত দিন থেকে মিড ডের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন উক্ত প্রতিষ্টানের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।
এদিকে মিড ডে চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।
মিড ডে অনুষ্টানে অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক এর সভাপতিত্বে মিড ডে মিল এর আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এ ইউ এম আমজাদ হোসেন, সহকারি শিক্ষক ও সাংবাদিক জাহিরুল মিলন সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply